আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে আলু বিক্রয়, তিন ব্যবসায়ীকে জরিমানা

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩০ অপরাহ্ণ | 73 বার

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে আলু বিক্রয়, তিন ব্যবসায়ীকে জরিমানা
Spread the love

সারাদেশে নিত্য প্রয়োজনীয় নিত্যপন্যের বাজারে আলুর দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আনন্দবাজার সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আলুর দোকানে ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করা এবং রশিদ দেখাতে না পারার দায়ে তিন আলু ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

webnewsdesign.com

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, সারাদেশে আলুর দাম বৃদ্ধি করে চড়া মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় আলুর বাজারকে স্থিতিশীল করার লক্ষে বিভিন্ন বাজারে আলুর দোকান গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনজন আলু ব্যবসায়ীকে ১১হাজার টাকা জরিমানা করে তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তার সঙ্গে জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com