ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:১৩ অপরাহ্ণ | 53 বার

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে সাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর-তিনলাখপীরের মাঝামাঝি স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাকিব জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, মোটরসাইকেলটি কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি তিনলাখপীর-তন্তর বাজারের মাঝামাঝি স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

webnewsdesign.com

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com