ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত’র শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের জাহাঙ্গীর সানলাইফ হাসপাতাল হলরুমে এ জন্মদিন উদযাপিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সোনালি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার সহকারী ব্যবস্থাপনক আক্তার হোসেন, জাহাঙ্গীর সানলাইফ হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, বিশিষ্ট আইনজীবী উত্তম কুমার দাস, আইডিয়াল রেসিন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রভাষক পংকজ দেব।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর নাগরিক ফোরাম সভাপতি রুমেল আল-ফয়সাল, সাংবাদিক আদিত্ব্য কামাল, কবির কলমের সভাপতি তিতাস হুমায়ুন, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কোহিনূর আক্তার প্রিয়া, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসীর, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সোহাগ সরকার, আবৃত্তি শিল্প জিহাদ, আরিফ মিয়া সদস্য কবির কলম প্রমুখ।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন