আপডেট

x

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে সরাইলে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | ২:০৭ অপরাহ্ণ |

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে সরাইলে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ
Spread the love

ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মিষ্টি বিতরণ করা হয়।

এসময় আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করে স্থানীয় যুবকেরা। এর আয়োজক ছিলেন এ আর সুফল নামের এক যুবক। তিনি পেশাদার একজন ফটোগ্রাফার।

webnewsdesign.com

এ আর সুফল বলেন, খেলা একটা আনন্দের বিষয় ইন্ডিয়া নিজেদের দেশে খেলা বলে বেশিরভাগ খেলায় ই দুর্নীতি করেছে। এর মাঝে নিউজিল্যান্ডের সাথে পিচ পাল্টানো অন্যতম। আশা ছিলো অস্ট্রেলিয়া একটি শক্ত দল, তাদের সাথে ভারত হারবেই হারবে।আর সেটাই হলো। ভারত হারার প্রত্যাশায় আমি আগে থেকেই মিষ্টি ও আতশবাজি কিনে রেখেছিলাম।

তিনি দাবি করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ই ফাইনালে অস্ট্রেলিয়া সাপোর্ট করেছে। ক্রিকেট একটি ভদ্র খেলা তাই ভদ্র দল কে সাপোর্ট করা ই প্রয়োজন।

রোববার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েই ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com