ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মিষ্টি বিতরণ করা হয়।
এসময় আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করে স্থানীয় যুবকেরা। এর আয়োজক ছিলেন এ আর সুফল নামের এক যুবক। তিনি পেশাদার একজন ফটোগ্রাফার।
এ আর সুফল বলেন, খেলা একটা আনন্দের বিষয় ইন্ডিয়া নিজেদের দেশে খেলা বলে বেশিরভাগ খেলায় ই দুর্নীতি করেছে। এর মাঝে নিউজিল্যান্ডের সাথে পিচ পাল্টানো অন্যতম। আশা ছিলো অস্ট্রেলিয়া একটি শক্ত দল, তাদের সাথে ভারত হারবেই হারবে।আর সেটাই হলো। ভারত হারার প্রত্যাশায় আমি আগে থেকেই মিষ্টি ও আতশবাজি কিনে রেখেছিলাম।
তিনি দাবি করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ই ফাইনালে অস্ট্রেলিয়া সাপোর্ট করেছে। ক্রিকেট একটি ভদ্র খেলা তাই ভদ্র দল কে সাপোর্ট করা ই প্রয়োজন।
রোববার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েই ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন