ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ একটি সিএনজি চালিত অটো রিকশা জব্দ করেছে র্যাব। এসময় তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার সকালে জেলার বিজয়নগর উপজেলার রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাঁকা রাস্তায় উপর থেকে এগুলো আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহীদ মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (১৯), অহিদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৯) ও শাহীন মিয়ার ছেলে মোঃ সাজেদ মিয়া (১৯)। আটককৃতদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বক্তারমোড়া গ্রামে।
শুক্রবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন