বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “পরিবেশ বাঁচতে গাছ লাগান”এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শতাধিক গাছের চারা রোপনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। রোববার দিনব্যাপী উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে নির্মাণাধীন শেখ হাসিনা সড়কের দুইপাশে আম গাছের চারা রোপণ করা হয়।
এসময় সংগঠনের সেচ্ছাসেবীরা আশপাশের বাসিন্দাদের বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করেন।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বলরুল আলম সালমান, সহ-সভাপতি মো. আমান উল্লাহ খান সহ সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এই বৃক্ষ রোপন কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় করে পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় ও বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন