ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামপুর কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (৯ অক্টোবর) কলেজের হল রুমে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, এনায়েত মাষ্টার,প্রভাষক মো. সুহেল সরকার, মো. হাফিজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই সবাইকে মাদকমুক্ত থাকতে হবে এবং লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন