ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সবুজ মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরেএ দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ মিয়া মোটরসাইকেল করে সিংগারবিল বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মিরাশানী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছে ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন