ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. বিল্লাল মিয়া নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মে) বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন।
তিনি জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুসারে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় ২টি এক্সকাভেটর মেশিনের ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন