ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহপরান ওরফে পরান (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পরান উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা এবং দুটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) ইকবাল হোছাইন জানান, পরান তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা চলমান আছে। সে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি মাদক মামলায় পলাতক ছিল। সোমবার বিকেলে তাকে আদালতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন