আপডেট

x

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, এখন বাজেট হয় জনগণের টাকায়: আইনমন্ত্রী

শুক্রবার, ০২ জুন ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ | 73 বার

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, এখন বাজেট হয় জনগণের টাকায়: আইনমন্ত্রী
Spread the love

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন,বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, আর বর্তমান সরকারের সময়ে দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয়।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের আয়োজন করা হয়।

webnewsdesign.com

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে। আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিলো। আর এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ষড়যন্ত্র থেমে নেই। সবাই মিলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশের উন্নয়ন কারো কারো ভালো লাগছে না। বিশেষ করে বিএনপির সাহেবদের। বিএনপি চোখ থাকতেই অন্ধ। তাদের সঙ্গে এখন আরো কেউ যোগ দিয়েছে। তাদের বিষয়ে সজাগ থালতে হবে।’

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com