আপডেট

x

বিএনপির কারণেই তত্ত্বাবধায়কের প্রতি আস্থা হারিয়েছে জনসাধারণ: ক্যাপ্টেন (অব.) তাজ

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | ৮:০১ অপরাহ্ণ |

বিএনপির কারণেই তত্ত্বাবধায়কের প্রতি আস্থা হারিয়েছে জনসাধারণ: ক্যাপ্টেন (অব.) তাজ
Spread the love

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের কারণেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা হারিয়েছে জনসাধারণ।’

মঙ্গলবার (১৪নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নবনির্মিত হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই আলোচনা সভার আয়োজন করে।

webnewsdesign.com

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বিশিষ্ট আধুনিক নতুন ভবন ও উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়।  এরমধ্যে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ভবনের নির্মাণ ব্যয় হয়েছে ১২কোটি টাকা এবং ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের মোট নির্মাণ ব্যয় হয়েছে ৩৩কোটি ৫৬লক্ষ ২২হাজার টাকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশ্যে ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি বলেন, স্বাস্থ্য সেবার মান সঠিক ও জনসাধারণদের সেবা দ্রুত দেওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করা যাচ্ছেন। জনসাধারণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে আপনারাই শেখ হাসিনার শক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ, শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী মো. মারুফ ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com