আপডেট

x

বাঞ্ছারামপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | ১১:১৭ অপরাহ্ণ | 57 বার

বাঞ্ছারামপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরের ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে এই সমাবেশে আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ড. ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

webnewsdesign.com

এসময় উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান।

সভায় ঈমাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

উক্ত সভায় আমাদের প্রিয় বাঞ্ছারামপুরে সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সবার আন্তরিক সহায়তা কামনা করা হয়, পাশাপাশি কেউ সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com