বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য হত্যা: দুই আসামীর আদালতে স্বীকারোক্তি 

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৫০ অপরাহ্ণ | 29 বার

বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য হত্যা: দুই আসামীর আদালতে স্বীকারোক্তি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে অলি মিয়া নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় দুর্ধর্ষ অপরাধী ইকবাল হোসেন (৫৪) ও তার প্রধান সহকারী নৈমুদ্দিন (৩৮) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ইকবাল হোসেন উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে এবং একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নৈমুদ্দিন।


বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অলি মিয়াকে ইকবাল হোসেনের নেতৃত্বে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর ইকবাল সহ তার সহযোগীরা পালিয়ে যায়।

webnewsdesign.com

এই ঘটনায় পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে। ৩১ জানুয়ারি মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া ডিবি ও পুলিশের একটি টিম সিলেটের কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে ইকবাল হোসেন ও নৈমুদ্দিনকে গ্রেফতার করে।

এরপর দিন বুধবার (১ ফেব্রুয়ারী) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফিন আহমেদ হ্যাপির আদালতে গ্রেফতারকৃত দুই আসামি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন৷

ইকবালের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে ওসি নূরে আলম বলেন, অলি মেম্বারের সাথে ইকবাল ও গ্রুপের লোকদের কয়েক বছর ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯ জানুয়ারি ইকবাল গ্রুপের নৈমুদ্দিনকে সামনে পেয়ে অলি মেম্বার ধাওয়া দেয়। তখন নৈমুদ্দিন ফোন দিয়ে সবুজ, ইকবাল, সজল, মিস্টার সহ ১০/১২ জনকে আসতে বলে। ইকবাল, সবুজ, নৈমুদ্দিন সহ উল্লিখিত সকল টেটা, রাম দা নিয়ে এসে অলি মেম্বার কে ঘিরে ফেলে এবং টেটা বিদ্ধ করে কুপিয়ে হত্যা করে।

তিনি বলেন, ইকবাল একজন দুর্ধর্ষ অপরাধী।তার  বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ অন্তত ১০টি মামলা চলমান রয়েছে।


মন্তব্য করুন

Development by: webnewsdesign.com