নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মীর্জাকে বেসরকারিভাবে বসুুুরহাটর পৌরসভার মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে । আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই।
বিকেলে ভোট গ্রহণ শেষে জেলা নির্বাচনী কর্মকর্তা ফলাফলের ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মীর্জা পেয়েছেন ১০৭৩৮ ও তার প্রতিধন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৭৮ এবং জামাত সমর্থিত সতন্ত্রপার্থী মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে নয়টি ওয়ার্ডে বিকাল চারটা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
পরে বিজয়ী সমাবেশ তিনি এ জয় বসুরহাট পৌরসভা সকল জনগণকে উৎসর্গ করেন। একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ডের সকল সাধারণ মানুষ, রাজনীতিবিদ, প্রশাসন ও সংবাদকর্মীদের।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত সরকারের বিভিন্ন বিষয় ও রাজনৈতিক নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে দেশব্যাপী আলোচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা। তাই বসুরহাট পৌরসভার নির্বাচনের দিকে নজর ছিল দেশবাসির।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন