আপডেট

x

বন্ধ হয়ে যাবে ৬মাস ব্যবহার না করা টুইটার একাউন্ট

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ১০:৫৭ অপরাহ্ণ | 479 বার

বন্ধ হয়ে যাবে ৬মাস ব্যবহার না করা টুইটার একাউন্ট
Spread the love

বিগত ৬ মাস ব্যবহার না করা টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আগামী ডিসেম্বরের ১১ তারিখের ভেতর ওই সকল একাউন্টে লগইন করা না হলে ডিলিট করে দেবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।

টুইটার জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই সময়ে অন্য কেউ পোস্ট না করলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। এই প্রথম অচল অ্যাকাউন্ট রিমুভ করার সিদ্ধান্ত নিল টুইটার।

webnewsdesign.com

কর্মকর্তারা বলছেন, যারা দীর্ঘদিন লগইন করেন না, তারা টুইটারের সর্বশেষ প্রাইভেসি পলিসি সম্পর্কে জানেন না।

প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নিবন্ধিত অ্যাকাউন্টগুলো ডিলিট করা হবে।

যারা মাঝে মাঝে লগইন করেন, কিন্তু ওয়েবসাইটে কোনো কাজ করেন না ভবিষ্যতে তাদের অ্যাকাউন্টও ডিলিট করে দেবে টুইটার।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com