ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী হাজী মোহাম্মদ মুসা মিয়ার চশমা প্রতীকের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সৌদি আরবের মক্কায় গোল্ড স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
মক্কাস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএন নিউজ ও এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম এর পরিচালনা গোল্ড স্টার মক্কা স্পোর্টিং ক্লাবের সভাপতি দেলোয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কাস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব এর সভাপতি, চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।
পবিত্র নগরী মক্কার স্থানীয় গোল্ড স্টার মক্কা স্পোর্টিং ক্লাবের সাবেক ক্যাপ্টেন মনির হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন, চ্যানেল ২৪ এর সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ, জিটিভি সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মোহাম্মদ রবি উল্লাহ, শিবপুর ইউনিয়ন সহ প্রবাসী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এম ওয়াই আলাউদ্দিন প্রবাসীদের প্রতিনিধি হিসেবে ৯নং শিবপুর ইউনিয়ন এর আসন্ন নির্বাচনে জনদরদি হাজী মোহাম্মদ মুসা মিয়াকে মক্কা চশমা মার্কা ভোট প্রদান করার জন্য ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়াও শিবপুর ইউনিয়নের প্রবাসীদের হাজী মোহাম্মদ মুসা মিয়াকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভাশেষে সন্ত্রাস মুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন