আন্তঃনগর কালনী ও বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু করতে সম্মতি প্রদান করায় জেলা নাগরিক ফোরাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভা করেছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের কুমারশীল মোড়ে আমিন কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও গীতিকার দেওয়ান মারুফ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঈদ উপহারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের অভিনন্দন ও কৃতজ্ঞতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,আতাউর রহমান শাহীন,বীর মুক্তিযোদ্বা ফজলুল হক মৃধা,অভিজিৎ বনিক,ফয়সল আহমেদ ওয়াকার,কমরেড নজরুল ইসলাম,মোহাম্মদ শাহ আলম,আবদুল বাতেন নোমান,নিহার রঞ্জন সরকার,সুব্রত রায়,এমরান হোসেন মাসুদ,খবির রানা,শামীম আহমেদ খালেদা মুন্নী,খায়রুল ইসলাম,আফরিন,ফাহিম মুনতাসির,জুয়েল রহমান,আরমান উদ্দিন পলাশ প্রমুখ।
সভায় বক্তারা জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের দাবী জানান নাগরিক ফোরামের নেতৃবন্দ।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন