পৈরতলায় যানযটে বাস আটক, তিন যুবক নামতেই এলোপাতাড়ি ছুরিকাঘাত

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ | 51 বার

পৈরতলায় যানযটে বাস আটক, তিন যুবক নামতেই এলোপাতাড়ি ছুরিকাঘাত

ছিনতাইয়ের রেডজোন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের পৈরতলা এলাকায় একের পর এক ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে চট্টগ্রামে তীর্থে যাবার সময় দক্ষিণ পৈরতলা রেলগেইটে বাস থেকে প্রসাব করতে তিন যুবক নামলে তাদের উপর হামলা করে ছিনতাইকারীরা। এসময় এলোপাতাড়ি ছুড়িকাঘাতে তিনজন আহত হয়।


আহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার দেবরাজ রায়ের ছেলে সিগ্ধ রায়, একই এলাকায় স্বপন বর্মনের ছেলে প্লাবন বর্মন ও অপূর্ব।

webnewsdesign.com

বাসে থাকা আহত সিগ্ধ রায়ের বন্ধু আকাশ সরকার ঘটনার বিররণ দিয়ে জানান, কিশোরগঞ্জ সদর থেকে ৪৫ জন তীর্থযাত্রী নিয়ে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের প্রতর্বক মন্দির ও পুন্ডরিধামে যাচ্ছিলাম। পথে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের পৈরতলা রেলগেইট এলাকায় ফোরলেনের কাজ চলায় বাসটি যানজটে আটকা পড়ে। এসময় বাস থেকে তিনজন যাত্রী প্রসাব করতে বাস থেকে নামা মাত্রই একদল ছিনতাইকারী তাদের উপর এলোপাথারী ছুড়িকাঘাত করে আহত করে। পরে বাসের অন্যান্য যাত্রীরা নামলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। আহতদের হাসপাতালে চিকিৎস দেয়া হয়েছে।তবে তাদের কাছ থেকে কিছু নিতে পারেনি। ছিনতাইকারীদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com