আপডেট

x

পুতিনকে ইউক্রেন বাহিনীর হত্যার চেষ্টা

বুধবার, ০৩ মে ২০২৩ | ১১:২০ অপরাহ্ণ | 40 বার

পুতিনকে ইউক্রেন বাহিনীর হত্যার চেষ্টা

মঙ্গলবার রাতে দুইটি ড্রোন ভূপাতিত করা দাবি করছে রাশিয়া। মস্কোর ক্রেমলিনে এ ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইলেক্ট্রনিক রাডার ব্যবহার করে স্পেশাল সার্ভিস ড্রোন দুইটি প্রতিহত করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় জানান, এ সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না।

webnewsdesign.com

এতে কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে ইউক্রেন জানিয়েছে, তারা এ নিয়ে কোনো মন্তব্য করবে না।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে কেন্দ্রীয় মস্কোতে বুধবার ভোরের দিকে কিছু ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, গত রাতে কিয়েভ সরকার মানবহীন আকাশযান দিয়ে রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে।রাশিয়া একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন আহত হননি এবং নিয়ম অনুয়ায়ী দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com