ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবার পানিতে ভেসে উঠলো সাইবা ইসলাম (৬) নামের এক শিশুর মরদেহ৷ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ সাইবা ইসলাম জেলা শহরের কাউতুলী উত্তরপাড়ার বাসিন্দা মহিউদ্দিনের কন্যা।
ব্রাহ্মণবাড়িয়া ২নং শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুত্তালিব হোসেন জানান, গত বুধবার ২২জুন বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পরিবারের সদস্যরা আমাদের জানালে গত দুইদিন যাবত আমরাও তার সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছিলাম। আজ বেলা ১১টার দিকে শিমরাইলকান্দি এলাকায় রেলওেয়ের একটি ডোবায় পানিতে ভেসে উঠে শিশুটির মরদেহ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন