ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০২ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলা কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যায় হারিছ মিয়া। মাছ ধরে বাড়িতে ফেরার পথে সকাল সাড়ে নয়টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় ভাঙা ব্রিজ এলাকায় প্রবল স্রোতে পানিতে ভেসে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, দমকল বাহিনীর সদস্যরা মরদেহ দুই ঘন্টা চেষ্টা করে লাশ উদ্ধার করে। লাশটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন