আপডেট

x

নাসিরনগরে প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর কাছে ধরা ছাত্রদল নেতা

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | ৯:৪০ অপরাহ্ণ | 47 বার

নাসিরনগরে প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর কাছে ধরা ছাত্রদল নেতা
আপত্তিকর অবস্থা গ্রামবাসীর হাতে আটক ছাত্রদল নেতা ইয়াছিন মাহমুদ।-ফাইল ছবি
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ইয়াছিন মাহমুদ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে মঙ্গলবার (২২ নভেম্বর)  দুপুরে ওই ছাত্রনেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। আটক ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ও উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘ওই ছাত্রদল নেতার সাথে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তারা দুজনের পৈতৃক বাড়ি একই ইউনিয়নে। গতকাল সোমবার রাত ১১টার দিকে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে ওই নারীর বাবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে।  পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে।’

webnewsdesign.com

এই বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ‘ছাত্রদল নেতা আটকের ঘটনা আজ মঙ্গলবার দুপুরে ওই নারীর পরিবার থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দিয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা ছাত্রদলের আহবায়ক ফুজায়েল চৌধুরী এই বিষয়ে বলেন, ‘ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক। যদি সে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হবে বা শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে  দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com