ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খানকার তত্বাবধায়ক ঝাড়ফুঁকের আনতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় উপজেলার শ্রীরামপুরের আবু ওলাইয়া খানকা শরীফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম (৪৮) কে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার শ্রীরামপুরের আবু উলাইয়া খানকা শরীফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এই খানকা আশপাশের গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ সমবেত হয়। পাশের গ্রাম ভোলাচংয়ের এক প্রবাসীর স্ত্রীও এই খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা যাওয়া করতেন। এরই মাঝে বৃহস্পতিবার সারাদিন স্থানীয়দের কানাঘুষা করে আসছিলেন, খানকার তত্বাবধায়ক ওই প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করেছে।
ওসি আরও বলেন, বিষয়টি জানতে পেরে নবীনগর থানার পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে সন্ধ্যায় আটক করে। এই ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন