ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সাবেক ছাত্রনেতা ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জেলা আওয়ামীলীগ। রোববার রাতে এক যুক্ত বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এ অভিনন্দন জানান।
এই বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তাকজিল খলিফা কাজলের নেতৃত্বে আখাউড়ায় বর্তমান সরকারের উন্নয়নধারা অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ একই সাথে কাজলকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় আখাউড়া পৌরবাসীকেও ধন্যবাদ-কৃতজ্ঞতা জানান।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন