আপডেট

x

নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকরা পেল উপহার

রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | ৭:২২ অপরাহ্ণ | 138 বার

নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকরা পেল উপহার
Spread the love

ইংরেজি নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের হাতে উপহার হিসেবে ডায়েরি তুলে হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যেগে প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিকদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এম আর টেক্সটাইল ও ডি এস এ ইন্টারন্যাশনাল কোম্পানির স্বত্তাধিকারী কবি ও গীতিকার দেওয়ান মারুফ।

webnewsdesign.com

এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, মফিজুর রহমান লিমন, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এ বছরটি আমরা করোনা মহামারীকে জয় করে নতুন করে ঘুরে দাঁড়াবো এ প্রত্যাশা রাখি।এ বছর যাতে আমাদের সবার ভালো কাটে ।

পরে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে উপহার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com