আপডেট

x

দেশের ফেরার আগের দিন মারা গেল সৌদি প্রবাসী মুব্বাশির

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | ১১:৪২ অপরাহ্ণ | 55 বার

দেশের ফেরার আগের দিন মারা গেল সৌদি প্রবাসী মুব্বাশির
মুব্বাশির ভূইয়া। -ফাইল ছবি

টগবগে যুবক মুব্বাশির ভূঁইয়া (২৬)। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।বুধবার (২৬ এপ্রিল) ছুটিতে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু বাড়িতে তার ফেরা আর হয়নি। এর একদিন আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী মুব্বাশির।

মুব্বাশির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারের ব্যবসায়ী ও সাহেব নগর গ্রামের আবু জাহের ভূঁইয়ার ছেলে।

webnewsdesign.com

মুব্বাশিরের মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। বাড়িতে পঞ্চাশোর্ধ্ব রোকেয়া বেগমের কাছে কেউ গেলেই বলেন, ‘তোমরা আমার বুকের মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না।’

নিহত মুব্বাশির ভূঁইয়ার ছোট ভাই মুকাদ্দেস ভুঁইয়া জানান, গত ৪ বছর আগে পরিবারের সুখের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিল মুব্বাশির ভূঁইয়া। কর্মরত ছিলেন দেশটির জেদ্দায়। গত ৬ মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে যান মুব্বাশির। গত দেড় মাস আগে কোম্পানিতে ছুটি চাইলে ঈদের পর দেশে আসার জন্য তাকে ছুটি দেওয়া হয়। সে অনুযায়ী দেশে আসার সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিল।

তিনি বলেন, সে বুধবার (২৬ এপ্রিল) দেশে আসার কথা ছিল। আমি মাইক্রোবাস ভাড়া করে রেখে ছিলাম রাতে ঢাকা এয়ারপোর্টে গিয়ে দুপুরের মধ্যে তাকে নিয়ে বাড়ি আসব। কিন্তু এর একদিন আগেই স্ট্রোক করে মারা গেল আমার ভাই। কথা গুলো বলার কন্ঠ কান্নায় ভাড়ি হয়ে আসছিল মুব্বাশিরের ভাই মুকাদ্দেসের।

কান্না জড়িত কন্ঠে মুকাদ্দাস বলেন, আমাদের পরিবারের একটাই চাওয়া, যাতে মুব্বাশিরের মরদেহ দ্রুত দেশে আনা হয়। তাঁকে শেষ দেখা দেখতে চান তাঁর স্বজনরা।

এ জন্য পরিবারের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তাঁর স্বজনরা।

এ ব্যপারে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, মুব্বাশিরের মৃত্যু সংবাদটি আমি পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমি তার পরিবারের খোঁজ খবর রাখছি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com