আপডেট

x

দুই জঙ্গির পলায়ন: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা জুড়ে সতর্কতা

রবিবার, ২০ নভেম্বর ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ | 52 বার

দুই জঙ্গির পলায়ন: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা জুড়ে সতর্কতা
Spread the love

রাজধানীতে আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা জুড়ে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। পালিয়ে যাওয়া দুই জঙ্গি যেন কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে না যেতে পারে সেজন্য বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে তারা।

পুলিশ ও বিজিবি’র একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, আখাউড়া স্থলবন্দর পুলিশ ইতিমধ্যেই ওই দুই জঙ্গিকে ব্ল্যাক লিস্টেড করেছে। বিজিবি’র প্রতিটি বর্ডার পোস্টে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

webnewsdesign.com

আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের সহকারী উপপরিদর্শক মোর্শেদুল আলম জানান, ওই দুই জঙ্গিও ছবি ও ঠিকানা তাঁদেরকে দেওয়া হয়েছে। তাঁদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ জানান, ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) ঢাকার আদালত থেকে মইনুল হোসেন শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যায়। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com