আপডেট

x

দুইশতাধিক পরিবার পেল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র ঈদ সামগ্রী উপহার

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৯ অপরাহ্ণ | 52 বার

দুইশতাধিক পরিবার পেল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র ঈদ সামগ্রী উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় দুইশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষ পেল খাদ্য সামগ্রী উপহার। রোববার (১৬ এপ্রিল) ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং সংগঠনটির প্রয়াত সদস্য আশিকুল ইসলাম আশিকের রূহের মাগফেরাত কামনায় শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এসব উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে সংগঠনটি।

খাদ্যসামগ্রীতে ছিল— সাদা চাল, পোলাও চাল, সয়াবিন তেল, ডাল, আলু, পেঁয়াজ, আটা, লবন, সেমাই, চিনি, নুডলস, দুধ ও কিসমিস।

webnewsdesign.com

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, সাবেক সিনিয়র সহসভাপতি আল-আমিন শাহীন, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, ড্রিম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত আজিজ মুন্না, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইফতেখার রিফাত, ঢাকা পোষ্টের প্রতিনিধি বাহাদুর আলম, তেপান্তরে সম্পাদক সীমান্ত খোকন ও কালবেলার প্রতিনিধি প্রকাশ দাস প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ।

 

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com