ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা ‘আমার দেখা নয়াচীন ‘ বই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। আজ সোমবার (৬ মার্চ) উপজেলার উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ১২০০জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হয়। এই উপলক্ষে স্কুলের পার্শ্ববর্তী মাঠে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি বলেন, খালেদা জিয়ার সময় শ্লোগান ছিল-মা পুতে মিল্লা, দেশটা লাইবো গিল্লা’। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কথা বলতে চাই না। তারেক জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সারাবিশ্বের মানুষ বলে-‘দূর্ণীতিতে অনার্স, মানি লন্ডারিংয়ে মাস্টার্স ‘। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়, পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করছেন। মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, আমার দেখা নয়াচিন বইটি এক ব্যতিক্রম জীবন্ত ইতিহাস। আমার দেখা নয়চীন বইটি বঙ্গবন্ধু লিখেছিলেন ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দি থাকাকালে। উনার শিল্পিত মন ও সূক্ষ্ম পর্যবেক্ষণে সদ্য বিপ্লবোত্তর গণচীনের শাসনব্যবস্থা ও জীবনচিত্র তুলে ধরে ছিলেন প্রাঞ্জল ভাষায়। এই বইয়ে বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদবিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে। বইটি থেকে অনেক কিছু জানার আছে, যা এই সময়ে বলা সম্ভব না।
সমাবেশে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন