আপডেট

x

ঢাবি ছাত্র সৌরভের দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | ৯:৫০ অপরাহ্ণ | 172 বার

ঢাবি ছাত্র সৌরভের দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন
Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী সৌরভ দাসের পড়াশোনার খরচ যোগাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন। স্নাতকোত্তর সম্পন্ন পর্যন্ত বছরে দুই কিস্তিতে ৫০হাজার টাকা করে তাকে দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. শাহগীর আলম নিজ কার্যালয়ে সৌরভকে পড়াশোনার খরচ বাবদ প্রাথমিকভাবে নগদ ২৫হাজার টাকা তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি প্রথম আলোর অনলাইন সংস্করণে সৌরভ দাসকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টি গোচর হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সৌরভের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সৌরভ দাসের পড়াশোনার খরচ চালানোর সমস্ত দায়িত্ব নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত সৌরভকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি ছয় মাস পর পর ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য সৌরভকে প্রতি ছয় মাস পর পর স্বশরীরে বা ইমেইলের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে একটি দরখাস্ত লিখতে হবে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৌরভের ব্যাংক হিসাবে ২৫ হাজার টাকা পাঠিয়ে দিবেন। তবে জেলা প্রশাসন সৌরভকে একটি ভালো ফলাফল অব্যাহত রাখার শর্ত দিয়েছেনে।

webnewsdesign.com

সৌরভ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গ্রামের বিষ্ণু দাস ও চম্পা রানী দাসের ছেলে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তির সুযোগ পান সৌরভ। তাঁর বাবা বিষ্ণু দাস চট্টগ্রামে ফেরি করে স্টিলের হাড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। পরিবারের অর্থের অভাবের কারণে সৌরভ ছোট থেকে বড় নানীবাড়ি জেলার নবীনগর উপজেলার সুহাতা গ্রামে। সেখানে থেকেই এসএসসি পাস করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ডেকে সৌরভকে ডেকে নিয়ে যান জেলা প্রশাসক শাহগীর আলম। এসময় সৌরভের পড়াশোনা ও পারিবারের বিষয়ে খোঁজ নেন। তিনি সৌরভকে পড়াশোনার বিষয়ে দিক নির্দেশনা দেন। সেসময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত পড়াশোনার খরচ হিসেবে সৌরভের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক শাহগীর আলম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল, সহকারী শিক্ষক স্বপন মিয়া, সাংবাদিক মাসুকুর রহমান হৃদয়, আবুল হাসনাত মো. রাফি, মাইনুদ্দিন রুবেল ও মাজহারুল করিম।

জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, আমরা সৌরভের পড়াশোনার সকল দায় দায়িত্ব নিয়েছেন। স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সৌরভকে পড়াশোনার খরচ হিসেবে প্রতি ছয় মাস পর পর ২৫ হাজার টাকা করে দিবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন। আশা করি এতে তার খাতা-বই কেনাসহ পড়ার খরচ হয়ে যাবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com