আপডেট

x

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | ৯:৪২ অপরাহ্ণ |

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
Spread the love

রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে  ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক কবি জয়দুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ, গাজীটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান ও জাগোনিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি প্রমুখ।

webnewsdesign.com

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ সংবাদ সংগ্রহ করা। সেদিন তারা তাদের পেশাগত কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে পাড় পায়নি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com