৯৫৮ টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বালকার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে নোঙ্গর করেছে। শনিবার সন্ধ্যায় জাহাজটি বন্দরে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজে টাটা স্টিল এর রড রয়েছে। টাটা স্টিলের এ রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবে। গত ৭ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দরে ওই জাহাজে রড উঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, তার প্রতিষ্ঠান আদনান এন্টারপ্রাইজের মাধ্যমে সিএন্ডএফ করে রড ভারতে পাঠানো হবে। সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া আনা হবে। সোমবার এসব রড ভারতে যাওয়ার সম্ভাবনা আছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন