চিকিৎসা চলছিল হাসপাতালের জরুরি বিভাগে। সাপে কাটা এক রোগীকে আনা হয়েছে। চিকিৎসা করতে হবে খুব দ্রুত।
কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। ব্যাগের থেকে রোগী নিজেই বিষধর বের করতেই চিকিৎসার বদলে ছুটে পালালেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজেরের ছুরাচান্দপুর গ্রামে।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাও নিউজের খবরে বলা হয়, তার মাঠের কাছের একটি মন্দিরে ঘুমানোর সময় রাম কুমার (৫১) কে হঠাৎ সাপে কামড়ায়। শেষে উপায় না পেয়ে সেই সাপটিকে ব্যাগে ভরে সোজা হাসপাতালে হাজির হন তিনি।
চিকিৎসকেরা সাপ দেখে স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান।
রাম কুমার জানান, তিনি শুনেছিলেন, সাপে কামড়ালে সেই সাপ সম্পর্কে চিকিৎসকদের জানাতে হয়। কিন্তু কামড় দেয়া সেই সাপটি তিনি চিনতেন না। তাই সেটিকে ধরে হাসপাতালেই চলে এসেছেন তিনি, যাতে চিকিৎসকদের বুঝতে কোনো সমস্যা না হয়।
জানা যায়, সাপটি ছিল কোবরা। পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। চিকিৎসার পরে আপাতত সুস্থ আছেন কুমার।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন