ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ কেজি ৭০০গ্রাম গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আক্কাছ মিয়া (৩৫), আসামী আবির হোসেন (২০), আসামী মোঃ সুমন (২০)। শনিবার (০৬ আগস্ট) মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার কিরা হয় ৩৫ কেজি ৭০০গ্রাম গাঁজা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন