আপডেট

x

কসবায় কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, ইউপি ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | ১১:০২ অপরাহ্ণ | 65 বার

কসবায় কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, ইউপি ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
Spread the love

ব্রাহ্মণবাড়িয়র কসবায় এক কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ (২৯) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় আড়াইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ উপজেলার আকসিনা কোন্নাবাড়ী এলাকার ফিরোজ মিয়া ওরফে ফিরন মিয়ার ছেলে এবং কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ উপজেলার আড়াইবাড়ি এলাকার এক কলেজ ছাত্রীর গোসল করার ভিডিও গোপনে ভেন্টিলেটর দিয়ে ধারণ করে। পরে একই অপরিচিত মোবাইল নাম্বার থেকে ওই শিক্ষার্থীর মুঠোফোনে কল দিয়ে গোসলের অশ্লীল ভিডিও’র কথা জানা। পাশাপাশি তার সাথে একবার রাত্রি যাপন এবং ৫ লাখ টাকা দাবি করে। বিষয়টি ওই কলেজ ছাত্রী তার পরিবারকে জানালে তারাও ওই মোবাইল নাম্বারে কল দেয়। পরিবারের সদস্যদের কাছে একই দাবি করে এবং নাহলে ভিডিওটি ফেসবুক-ইউটিউবে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরিবারের সদস্যরা কোন উপায় না দেখে থানায় এসে বিষয়টি জানিয়ে অভিযোগ দেন। তাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই৷ মুঠোফোন নাম্বার ট্রেকিং করে মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেপ্তার করে পুলিশ।

webnewsdesign.com

তিনি আরও জানান, মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেপ্তারের পর তার মোবাইলে ওই কলেজ ছাত্রীর ভিডিওটি পাওয়া যায়। জিন্নাহর বিরুদ্ধে কসবা এবং ভৈরবে ৩টি মামলা চলমান রয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com