বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) করোনা পরীক্ষার ফলাফল তার পজিটিভ এসেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘সোমবার থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন। পরে তাকে কোভিড-১৯ টেস্ট করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে ফলাফল পজিটিভ আসে।’
তিনি আরো বলেন, মির্জা ফখরুল স্যার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই করোনার চিকিৎসা নেবেন।’
এর আগেও বেশ কয়েকবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন