করোনার টিকা ছাড়া কেউ ওমরাহ পালন করতে পারবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজ্ব বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ বেনতেন।
আল আরাবিয় চ্যানেলকে এ তথ্য জানিয়ে সৌদির হজ বিষয়ক মন্ত্রী বলেন, মহামারি যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নিরাপদ, সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই উদ্যোগ নিতে হচ্ছে।
কবে থেকে বাস্তবায়ন হবে এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানিয়ে মন্ত্রী বলেন, ওমরাহ কার্যক্রম চালু রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে। ওমরাহ পালনকারীদের বয়সসীমার ক্ষেত্রে প্রাধান্য থাকবে।
সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা এবং নামাজে নিজ নিজ বিছানা বহন করা বিষয়গুলো কঠোরভাবে নজরদারি করা হবে।
মহামারি করোনার কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি সরকার। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে শুরু করা হয়।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন