আপডেট

x

এবার তৃণমূল বিএনপি থেকে এমপি হতে চান সাত্তার পুত্র তুষার

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | ৯:৫৯ অপরাহ্ণ |

এবার তৃণমূল বিএনপি থেকে এমপি হতে চান সাত্তার পুত্র তুষার
Spread the love

এবার বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। এরই মাঝে তিনি দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।  মাইনুল হাসান তুষার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, শনিবার তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। রোববার বিকেলে তা দলীয় পুনরায় জমা দিয়েছি।
এক প্রশ্নের জবাবে তুষার বলেন, গত উপনির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দেননি। তাই তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছি। আমার পিতার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সংসদে যেতে চাই।

webnewsdesign.com

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ৬ বারের এমপি ছিলেন উকিল আব্দুস সাত্তার ভূঞা। উকিল আব্দুস সাত্তার ভূঞা ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীসময়ে ১৯৯১১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট সরকার থেকে আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার। তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন আব্দুস সাত্তার। ২০২২ সালের ডিসেম্বরে উকিল আব্দুস সাত্তার সহ বিএনপি ৭জন এমপি সংসদ থেকে পদত্যাগ করেন। সংসদ থেকে পদত্যাগের পর অভিমানে দল থেকে পদর‍্যাগের গুঞ্জনে ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে সাত্তার ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। বিষয়টি তখন দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।

গত ৩০ সেপ্টেম্বর মারা যান উকিল আব্দুস সাত্তার ভূঞা। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাত্তার পুত্র মাইনুল হাসান তুষার। এরপর থেকে ব্যাপক আলোচনায় ছিলেন তুষার। কিন্তু অবশেষে এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেন

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com