সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯৮৮ জন কারাবন্দিকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
আমিরাতের চাঁদ দেখা কমিটি গত রোববার জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার কথা জানিয়েছে। আগামী ২৮ জুন বুধবার আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে। ইতিমধ্যে ঈদ উদযাপনের তোড়জোড় শুরু করে দিয়েছেন দেশটির বাসিন্দারা। এরই মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বড় ধরনের উৎসবের আগে বন্দিদের ক্ষমা করে আসছেন আমিরাতের শাসকরা। প্রেসিডেন্টের এই ক্ষমার ফলে বন্দিরা তাদের ভবিষৎ নিয়ে পুনরায় চিন্তা-ভাবনা করার সুযোগ পাবেন। তারা পরিবার ও সমাজে ইতিবাচক অবদান রাখতে পারবেন।
২৮ জুন শুধু আমিরাতেই নয়, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর বাংলাদেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরের দিন ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন