আপডেট

x

ঈদের দীর্ঘ ছুটিতে আখাউড়া চেকপোষ্ট দিয়ে ভারতগামী বাংলাদেশীদের ঢল

বুধবার, ০৪ মে ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ | 184 বার

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে। গতকাল মঙ্গলবার ঈদের দিনও ৫ শতাধিক যাত্রী ভারত গেছেন এ চেকপোস্ট দিয়ে। আজ বুধবার (০৪ মে) দুপুর ১২টা পর্যন্ত আড়াইশ যাত্রী ভারত গমন করেছেন।

এছাড়া ইমিগ্রেশন ভবন ও ভবনের বাইরে অপেক্ষমাণ ছিলেন আরও দুই শতাধিক যাত্রী।

webnewsdesign.com

যশোরের বেনাপোল বন্দরের ভিড় এড়াতে অনেক যাত্রী আখাউড়া চেকপোস্ট ব্যবহার করছেন। তবে এখানে এসেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আর যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্মকর্তাদের।

ভারমগামী কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন পর পর্যটক ভিসা চালু করেছে ভারত। ফলে ভিসা পেয়ে ঈদের ছুটিতে ভারতের দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছেন তারা। তবে আখাউড়া ইমিগ্রেশন ভবনটি ছোট এবং জরাজীর্ণ হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

ভারত ফেরত যাত্রী হানিফ সরকার অভিযোগ করেন আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোষ্টের ইমিগ্রেশনে বাংলাদেশীদের হয়রানী করা হচ্ছে।বায়োমেট্রিক পদ্বতিতে ইমিগ্রেশন করার কারনে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। তিনি জানান,আজ সকাল সাতটায় তিনি লাইনে দাড়িয়ে সাকাল সাড়ে এগারোটায় ইমিগ্রেশন সম্পন্ন করতে পেরেছেন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী ইনচার্জ মোরশেদুল হক বলেন, আমরা আমাদের সাধ্যমতো যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। করোনার কারণে দুই বছর চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফলে এমনিতেই এখন যাত্রীদের চাপ বেশি। তবে ঈদে উপলক্ষে স্বাভাবিকের চেয়ে যাত্রী পারাপার আরও বেড়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com