আপডেট

x

ইন্টার্নভাতার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইন্টার্ন নার্সদের এক ঘন্টা কর্মবিরতি

রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ণ |

ইন্টার্নভাতার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইন্টার্ন নার্সদের এক ঘন্টা কর্মবিরতি
Spread the love

সারাদেশে হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্সরা। রোববার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইন্টার্নভাতার দাবিতে তারা এই কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় এক ঘন্টা হাসপাতালে সেবা প্রদান বন্ধ রাখে ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফরা।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের (বিডিআইএন) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুসারে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সরা এক যোগে এই কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে।

webnewsdesign.com

সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন। তাদের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার প্রথম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেন। এসময় তাদের হাতে ইন্টার্নভাতার দাবি আদায়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ছিল। প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

নার্সদের হাতে থাকা ফেস্টুনে ‌’নার্স মাতা আপনি নিরব কেন, আপনার নিরবতা আমাদের কাঁদায়, আমরা সেবা দিতে প্রত্যয়ী, তবে কেনাে আমাদের ভাতা দিতে সংশয়ী, আশ্বাস নয়, বাস্তবায়ন চাই, ইন্টার্ন ভাতা চালু চাই, আমাদের শ্রমের মূল্য দিতে হবে দিতেই হবে, ইন্টার্নভাতা করুনা নয়, এটা আমাদের অধিকার, দাবি মোদের একটাই ইন্টার্ন ভাতা চালু চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগান ছিল।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের পক্ষে ইন্টার্নভাতা দাবি আদায়ে নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক কমিটির সভাপতি আপু আহমেদের সঞ্চালনায় ও সংগঠনের সহসভাপতি রবিন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ইভান খান, প্রবর্তনা সম্পাদক আফসানা আক্তার ও সমাজসেবাবিষয়ক সম্পাদক আকলিমা আক্তার।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইন্টার্ন নার্সরা বলেন, আমরা নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পাস করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) প্রদত্ত লগবুকের ১৪ পৃষ্টায় কোড অব কন্টাক্ট এন্ড রেগুলেশন এর ১ নম্বর পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও আমরা ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবির বিষয়ে বিএনএমসি এবং নার্সিং এন্ড মিডওয়াফারি অধিদপ্তরের (ডিজিএনএম) কাছে দরখাস্ত দিলেও ইন্টার্নভাতা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে কোনাে সমাধান পাচ্ছি না। তারা বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা নার্সিং পড়ছেন। তিন বছরের কোর্স শেষে তাঁরা রাতদিন ২৪ঘন্টা হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিত থাকেন।

তারা বলেন, প্রতিমাসে আমরা ছয় থেকে আট হাজার টাকা করে ইন্টার্ন ভাতা পাওয়ার কথা। এই নায্য পাওনা আদায়ের দাবিতে আজ থেকে আমরা কর্মবিরতি পালন শুরু করেছি। ইন্টার্ন বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাতহ থাকবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com