ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা টেঁটাবিদ্ধ করে জামাল মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল চরচরতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে ও আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই। এই হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সাথে নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই ঘটনায় ওই গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন