আপডেট

x

আর্জেন্টিনা দল কাতারে সাথে নিয়ে আসলো ৯০০ কেজি গরুর মাংস

শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | ৯:২৯ অপরাহ্ণ |

আর্জেন্টিনা দল কাতারে সাথে নিয়ে আসলো ৯০০ কেজি গরুর মাংস
ফাইল ছবি
Spread the love

দিন দুয়েক পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ইতোমধ্যে বিশ্বকাপে অংশ নিতে অনেকগুলো দেশ পৌঁছেও গেছে স্বাগতিক দেশ কাতারে। এদের মধ্যে অন্যতম আর্জেন্টিনা ফুটবল দল, তারা উঠেছে কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে।

মূলত একটু খোলামেলা জায়গার খুঁজেই হোটেল ছেড়ে জায়গাটিতে গিয়েছে তারা।

webnewsdesign.com

এই দলের সঙ্গে অনেক কিছুই রয়েছে। তবে তার মধ্যে আলাদা হচ্ছে তাদের নিজ দেশ থেকে আনা গরুর মাংস।

ইএসপিএন জানিয়েছে, একটু-আধটু নয়, দেশ থেকে প্রায় ৯০০ কেজি গরুর মাংস নিয়ে গেছেন তারা। এগুলো দিয়ে মূলত আর্জেন্টিনার বিখ্যাত খাবার ‘আসাদো’ তৈরি করা হবে। তাদের পাশাপাশি একই কাজ করেছে দক্ষিণ আমেরিকার আরেক দল উরুগুয়েও।

‘আসাদো’ খাবার নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘এই খাবার আর্জেন্টিনার সংস্কৃতির অংশ। আমরা যখন কথা বলি, হাসি, নির্ভার থাকি, অন্যদের সঙ্গে মিশি… তখন ‘আসাদো’ থাকে। এই খাবার আমার সবচেয়ে প্রিয়। তবে এখানে ব্যাপারটা আরও বড়। এর মাধ্যমে দলের ভেতরে বন্ধন আরও মজবুত হবে, একতা বৃদ্ধির পরিবেশ তৈরি হবে। ’

আর্জেন্টিনা এবার বিশ্বকাপে এসেছে মোট ৭২জনকে নিয়ে। এদের মধ্যে কোচ, স্টাফ ও ফুটবলররা রয়েছেন। মধ্যপ্রাচ্যে এসেও তারা যেন দেশের স্বাদ পান, এই জন্যই মূলত নিয়ে আসা হয়েছে খাবার। উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি ইগানসিও আলোনসো বলছেন, এই আসাদোই নাকি পৃথিবীর সেরা খাবার।

তিনি বলেছেন, ‘বিদেশে উরুগুয়ের ঐতিহাসিক প্রতিনিধি হচ্ছে ফুটবল দল। এক প্রতিনিধি কাতারে আরেকটি প্রতিনিধিকে নিয়ে গেছে, সেটা হচ্ছে উরুগুয়ের মাংস, এটা পৃথিবীর সেরা। বিশেষ চা, মাংস ও ফুটবল একসঙ্গে আমাদের সংস্কৃতিকে নিয়ে গেছে। ’

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com