আপডেট

x

আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে দ্বিতীয় চালানে আসলো ১৭৪টন পাথর

সোমবার, ২১ নভেম্বর ২০২২ | ৮:৩৪ অপরাহ্ণ | 32 বার

আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে দ্বিতীয় চালানে আসলো ১৭৪টন পাথর
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ১৭৪ টন গুড়া পাথর আমদানি করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) বেলা ৩টার দিকে ভারতের আগরতলা স্থলবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দরে  ৮টি ট্রাকে করে ১৭৪ টন গুড়া পাথর এসে পৌঁছায়।

এর আগে, গত রোববার (১৩ নভেম্বর) আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৭০টন পাথর প্রথমবারের মতো আমদানি করা হয়।

webnewsdesign.com

আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম সাম্মু জানান, ৮টি ট্রাকে আরও ১৭৪ টন পাথর এসেছে। পাথর বোঝাই ট্রাক থেকে বন্দরে প্রবেশ ও অবস্থান ফিসহ বিভিন্ন মাশুল বাবাদ টাকা আদায় করা হচ্ছে। পাথর গুলো বন্দরে খালাস করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর বন্দর এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা জানান, আমদানি হওয়া পাথর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের কাজে ব্যবহার করা হবে। ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই চারলেন সড়ক নির্মাণে নিজ দেশ থেকে পাথর আমদানি করেছে। তারা প্রতি টন পাথরগুলো ১৩ মার্কিন ডলারে আমদানি করেছে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ আমদানিকৃত পাথরের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে। পাথরগুলোর আমদানি শুল্ক প্রায় ৬৯ শতাংশ।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক জানান, এলসিতে আমদানির জন্যে ২৭০০ টন পাথর আসবে। বাকি পাথরগুলো আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরে এসে পৌঁছাবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com