আপডেট

x

আখাউড়া স্থলবন্দরে সার্ভার সমস্যা, হাতে লিখে হচ্ছে ইমিগ্রেশন 

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | ৮:১৩ অপরাহ্ণ | 96 বার

আখাউড়া স্থলবন্দরে সার্ভার সমস্যা, হাতে লিখে হচ্ছে ইমিগ্রেশন 
Spread the love

ইন্টারনেটে সার্ভার জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার চলছে হাতে লিখে ম্যানুয়াল পদ্ধতিতে। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ৬টার পর থেকে সার্ভার জটিলতায় যাত্রী পারাপার বন্ধ আছে। এতে করে স্থলবন্দর ইমিগ্রেশনে অসংখ্য যাত্রী আটকা পড়ে। পরে হাতে লিখে ইমিগ্রেশন কাজ শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর বন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ জানান, সকাল ৬টার দিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের কাজ শুরু হওয়ার পর ৫ মিনিট যাত্রী পারাপার করতে পেরেছে। এরপরই সার্ভার জটিলতা দেখা দেয়। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় ওইপাড়ে যেতে পারছিলেন না।

webnewsdesign.com

এদিকে ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায় যাত্রীরা আটকরা পড়েছিল।

তিনি আরও জানান, ইমিগ্রেশন সার্ভারের বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানালে উনারা সমস্যা সমাধানে ঢাকায় যোগাযোগ করে উত্তরণের চেষ্টা করেন। পরে দুপুরের দিকে যাত্রীদের দূর্ভোগের কথা চিন্তা করে হাতে নাম-ঠিকানা ও পাসপোর্ট নম্বর লিখে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে উর্ধতন কর্তৃপক্ষ নির্দেশনা দেন। সেই অনুযায়ী এখন ম্যানুয়ালি কাজ করছি। সার্ভার চালু হলে আবার যথাযথ প্রক্রিয়ায় আমরা কাজ শুরু করবো।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com