জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, আখাউড়া স্থলবন্দরে রাজস্ব বাড়ানোর জন্য স্থলবন্দরের উন্নয়ন করার চিন্তা করছে। এখানে আধুনিক স্থলবন্দর নির্মান করা হলে যাত্রীদেরও সুযোগ সুবিধা বাড়বে। পাশাপাশি এই বন্দর দিয়ে পন্য আমদানীর জন্য ব্যবসায়ীদের সাথে কথা বলা হবে। পণ্য পরীক্ষা-নিরিক্ষার সুযোগ না থাকায় এই বন্দর দিয়ে সকল পন্য আমদানী করা সম্ভব হচ্ছেনা।
শনিবার (৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
দুপুরে তিনি এই বন্দর পরির্দশন করে কাস্টমস এলাকায় ব্যাগেজ স্কানারের উদ্বোধন করেন।
এসময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন