ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরে শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) এর মাজারে আনুমানিক দুই বছর বয়সি এক শিশু পাওয়া গেছে। শিশুটি গত দুইদিন ধরে তারা বাবা-মায়ের কথা বলে কান্নাকাটি করছে। তাকে সান্তনা দিয়েও রাখা যাচ্ছে না।
আখাউড়া উপজেলা প্রশাসনে কর্মরত মো. আমজাদ হোসেন জানান, সোমবার দুপুরে শিশুটিকে পাওয়া যায়। মেয়ে শিশুটির বয়স আনুমানি ২ বছর। মাজারে দায়িত্বরত নারীদের কাছে ওই শিশুকে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। তারা খাবার কিনে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু শিশুটি বেশ কান্নাকাটি করছে তার বাবা-মায়ের জন্য।
মাজার কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘নারীরা যেখানে দোয়া পড়েন সেখানে শিশুটিকে কেউ ফেলে রেখে যায় বা শিশুটি হারিয়ে গেছে। সেখানে দায়িত্বরত নারীরা শিশুটিকে লালন পালন করছেন। তবে শিশুটি অনেক কান্নাকাটি করছে। সে শুধু মাকে ডাকছে।’
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন