ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় পাপন (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর সীমান্ত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত পাপন উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের নুরুল হকের পুত্র। তার বাম হাতে ও কপালে ছুরিকাঘাত এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। আহত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আহত যুবকের পরিচয় সনাক্ত করা গেছে। তবে ওই যুবক অচেতন অবস্থায় থাকায় কিভাবে সে আহত হয়েছে বা মারধর করেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে আজমপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহল দেওয়ার সময় এক যুবককে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম এবং উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে যান। পরে বিজিবি ও পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাসপাতালে পাপনের প্রতিবেশি জুম্মান মিয়া বলেন, পাপন বিল্ডিংয়ের নকশা শ্রমিক হিসেবে কাজ করেন।
এ ব্যাপারে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ সাংবাদিকদের বলেন, বিজিবি টহল ওই যুবককে দেখতে আমাকে অবগত করে। আমি ঘটনাস্থলে সকলের উপস্থিতিতে তাকে উদ্ধার করি। তবে সে কীভাবে সেখানে গেল এবং কারা তাকে মারধর করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন