আপডেট

x

আখাউড়ায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ | 54 বার

আখাউড়ায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশকে ছুরিকাঘাত করা সোহেল মিয়া। ছবি: সরোদ
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাইরুল ইসলাম নামে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করা মামলার প্রধান আসামী সোহেল মিয়া (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ মে) উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী সোহেল মিয়া উপজেলার শিবনগর এলাকার মৃত তালু মিয়ার ছেলে।

আখাউড়া থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

webnewsdesign.com

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক উদ্ধারে অভিযান চালানো। সেখানে শিবনগর এলাকায় অভিযান পরিচালনা কালে সেলিম ও সোহেল নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে মাদক উদ্ধারের সময় দুইজন পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ কনস্টেবল খাইরুল ইসলামকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এতে তিনি মাথায় ও পেটে গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় পুলিশ সদস্য খায়রুলকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।

পরে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় উপপরিদর্শক নুপুর কুমার দাস বাদি হয়ে ৫৪জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। এই মামলায় ৪১জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com